প্রেডিকশন (Prediction)
লিভারপুল ২ – ১ এভারটন
গুরুত্বপূর্ণ দিকসমূহ (Key notes)
- লিভারপুলকে তাদের সর্বশেষ ম্যাচে একদল নেকড়ে বাঘ (ওলভস) এসে জরাজীর্ণ করেছে। মলিনিউ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচটিতে তারা ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এর নিকট ৩-০ গোলে পরাজিত হয়েছিল।
- ম্যানেজার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে চাকরিচ্যুত করার পরে প্রথম ম্যাচেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এভারটন। নিজেরা প্রিমিয়ার লীগের একদম তলানির দল হয়ে লীগ লিডার্স আর্সেনালের বিপক্ষে গুডিসন পার্কে তারা ১-০ গোলের আকষ্মিক জয় হাসিল করে নেয়।
ফর্ম বিবরণী (সর্বশেষ ৫টি ম্যাচ) [Form Guide (Last 5 matches)]
লিভারপুল: পরাজয় – ড্র – পরাজয় – পরাজয় – জয়
এভারটন: জয় – পরাজয় – পরাজয় – পরাজয় – ড্র
ম্যাচটি সম্পর্কিত কিছু তথ্য (Match Facts)
- লিভারপুল তাদের খেলা সর্বশেষ ৪টি প্রিমিয়ার লীগ ম্যাচে কোন জয়ের দেখা পায়নি। তাদের শেষ জয়টি এসেছিল লেস্টার সিটি’র বিপক্ষে, ২-১ গোলের ব্যবধানে।
- চলতি মৌসুমের প্রথম অংশে গুডিসন পার্কে অনুষ্ঠিত মৌসুমের প্রথম মার্সিসাইড ডার্বিতে লিভারপুলকে একটি বিনোদনমত গোলশূন্য ড্র’য়ে বেঁধে রাখতে সক্ষম হয়েছিল এভারটন।
যেসকল গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের উপর সবার নজর থাকবে (Key players to watch out for)
মোহাম্মদ সালাহ্ – লিভারপুল (Mohamed Salah – Liverpool)
যদিও মিশরীয় রাজা খ্যাত মোহাম্মদ সালাহ্ এবারের মৌসুমে নিজের সেরাটা এখনো উপস্থাপন করতে পারেননি, তবুও তার ধারালো বাম পায়ের প্রতি যথেষ্ট সমীহ প্রদর্শন করতেই হবে এভারটনকে, কেননা তা যেকোন সময় যে কাউকে ঘায়েল করে দিতে পারে।
জেমস টার্কোস্কি – এভারটন (James Tarkowski – Everton)
আর্সেনালের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে এভারটনের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হোন এই ইংলিশ সেন্টার ব্যাক। এছাড়া, ম্যাচটিতে তার ডিফেন্ডিংও ছিল প্রশংসার দাবিদার। দলকে আরো একটি জয় এনে দিতে হলে এই ম্যাচটিতেও তাকে একই রকম পারফর্মেন্স উপহার দিতে হবে।